( শিশু নিকেতন )
স্বপ্নের সরণীতে ...
সমাজ সেবায় ও শিশু কিশোর কল্যাণে নিবেদিত প্রাণ শ্রী অশেষ রায় জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে গড়ে তুলতে চেয়েছেন হরিশচন্দ্রপুরে বনবাণী সবপেয়েছির আসর ও শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়, শ্রী রায় আজ নেই।
আর সুখের কথা শ্রী রায় তার গড়া এই প্রতিষ্ঠানের গৌরবান্বিত সুবর্ণ জয়ন্তী উদযাপন দেখে গেছেন। নিজের হাতে শিশুদের খেলাধুলার প্রতিষ্ঠানকে তৈরি করেছেন এক মানুষ গড়ার কারখানায়। পূর্ণতর শিশু বিকাশের সব আয়োজন রয়েছে শিশু নিকেতনে। প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলো সাংস্কৃতিক কার্যক্রম এবং মিলেমিশে বড় হবার মন্ত্রে দীক্ষিত ও শিক্ষিত করা হয় শিক্ষার্থীদের। আলোর পথযাত্রী হতে উৎসাহ দেওয়া হয় নানা প্রকল্পে। সর্বভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের যোগসূত্রে, এলাকার বিদুৎসাহী মানুষের পরামর্শে অশেষ রায়ের স্বপ্নের পথ আরো দৃঢ় হয়েছে দিনে দিনে।
শ্রী অশেষ রায়ের উত্তরসুরিরা যথাযোগ্য মর্যাদায় এগিয়ে নিয়ে যাচ্ছেন গৃহিসন্ন্যাসী মানুষটির স্বপ্নকে।