প্রতি মাসের বেতন সেই মাছের ত্রিশ তারিখের মধ্যে জমা করতে হবে।
বিলম্বিত হলে জরিমানা (লেট ফি) সহ পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই জমা করতে হবে। পরপর দু'মাস বাকি পড়লে তৃতীয় মাসে হাজিরা খাতায় নাম কাটা যাবে।
শিশুকে নিয়মিত উপস্থিত হতে হবে। মাসে পাঁচ দিনের বেশি অনুপস্থিত হলে কারণ সহ লিখিত আবেদন করতে হবে।
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রার্থনা সভায় অবশ্যই উপস্থিত হতে হবে। প্রতিটি উৎসব অনুষ্ঠানে যোগদান আবশ্যিক।
স্কুলের পড়াশোনা বা অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা প্রধান শিক্ষিকাকে লিখিতভাবে জানাতে হবে।
অভিভাবকদের সভা ডাকা হলে নির্ধারিত দিন ও সময়ে অবশ্যই পিতা-মাতা বা অভিভাবককে উপস্থিত হতে হবে।
সভা প্রতি তিন মাস অন্তর অন্তর ঢাকা হতে পারে।
বার্ষিক পরীক্ষার আগে সব ধরনের বকেয়া শোধ করতে হবে।
স্কুলের ভর্তি ফি পরিবর্তন সাপেক্ষ, মাসিক বেতন ও অন্যান্য দেয় বছরের শুরুতে নোটিশ বোর্ডে দেওয়া হবে।